যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে হামালার সময় স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে ল্যাপটপ ও হার্ড ড্রাইভ চুরি করা নারী সন্ত্রাসী রাইলি জুন উইলিয়াম অবশেষে আত্মসমর্পণ করেছে। এফবিআই তাকে খুঁজছিলো। সোমবার হ্যারিসবার্গ স্হানীয় পুলিশের কাছে তিনি ধরা দেন। তাকে ওয়াশিংটনে নিয়ে আসা হবে। রাইলি তার পিতার সাথে ওয়াশিংটনে সন্ত্রাসী হামলায় যোগ দেয়।
তার সাবেক বয়ফেন্ড তাকে ধরিয়ে দিতে নাম পরিচয় দিয়ে এফবিআইকে সহায়তা করে। এফবিআই একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায়, হামলার সময় সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ‘আপস্টেয়ার আপষ্টেয়ার’ বলে চিৎকার করে উপরে উঠতে সন্ত্রাসীদের উৎসাহ যুগিয়েছিল। রাইলি উইলিয়াম (২২) হামলার পর পেনসেলভেনিয়ার হ্যারিসবার্গে নিজ গৃহে ফিরে নিজের ফোন নাম্বার পরিবর্তন করে ফেলে।