English

33.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

প্রেমিকার সঙ্গে দেখা করতে ৫০০ মাইল পাড়ি, গিয়ে যা দেখলেন যুবক

- Advertisements -

প্রেমিকার সঙ্গে দেখা করতে প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে ফ্রান্স গিয়েছিলেন বেলজিয়ামের এক যুবক। ভেবেছিলেন, এবার নিজের প্রেমিকাকে বাস্তবে কাছে পাবেন। কিন্তু সেখানে যা ঘটল, তা যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়!

বেসরকারি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বাসিন্দা মিশেল নামের ওই ব্যক্তি প্রায় ৪৭২ মাইল গাড়ি চালিয়ে ফরাসি মডেল সোফি ভুজেলোর বাড়িতে পৌঁছান। মিশেল নিশ্চিত ছিলেন, সোফিই তার স্ত্রী হতে চলেছেন।

কিন্তু সেই রোমান্টিক কল্পনার করুণ পরিণতি হয়, যখন দরজা খোলেন এক পুরুষ। সেই সঙ্গে নিজেকে পরিচয় দেন সোফির স্বামী বলে।

সোফির আসল স্বামী ফাবিয়ান বুটামিন পুরো ঘটনাটি ভিডিও করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভিডিও করছি, কারণ এক ব্যক্তি এসে বলছে সে সোফির বাগদত্তা।

অথচ ওর তো আমার সঙ্গে বিয়ে হয়েছে। মনে হচ্ছে একটা ঝামেলা হতে চলেছে।’

এরপর শুরু হয় অস্বস্তিকর কথোপকথন। মিশেল বারবার জোর দিয়ে বলেন তিনি সোফির প্রেমিক এবং তাকে বিয়ে করবেন।

অন্যদিকে ফাবিয়ান মিশেলকে বোঝানোর চেষ্টা করেন, এই গোটা ব্যাপারটাই কোনো জালিয়াতির ফাঁদ। পরবর্তীতে সোফি ভুজেলো নিজে ওই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। ফরাসি ভাষায় করা ওই পোস্টের ভাবার্থ, ‘এই মানুষটির জন্য খুব খারাপ লাগছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান থাকুন। সবাইকে সাবধান করার জন্যই আমি এই ভিডিও শেয়ার করছি।’

ভিডিওতে আরো শোনা যায়, হতচকিত মিশেল ফিসফিস করে বলছেন, ‘আমার মনে হচ্ছে, ও (সোফি) আমাকে বোকা বানাচ্ছে।

’ জবাবে ফাবিয়ান বলেন, ‘না, সেটা ভুয়া অ্যাকাউন্ট। খুব সাবধান থাকতে হয় এখন।’

সর্বশেষে পরিস্থিতি বুঝে মিশেল স্বীকার করতে বাধ্য হন যে হয়তো তার বিশ্বাসটাই ভুল ছিল। পরে জানা যায়, সোফি ভুজেলোর নামে তৈরি ভুয়া অ্যাকাউন্টকে বিশ্বাস করে মিশেল প্রায় ৩৫ হাজার ডলার পাঠিয়েছিলেন এ পর্যন্ত।

উল্লেখ্য, সোফি ভুজেলো ২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ এবং প্রাক্তন ‘মিস লিমুজিন’। তাই পরিচিত মুখ হওয়ায় অনায়াসে সেই নাম ভাঙিয়ে প্রতারণা চালায় জালিয়াতচক্র।

আর এই ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে অনলাইন প্রতারণা এবং ভুয়া পরিচয়ে গড়ে ওঠা সম্পর্কের ভয়াবহতা। সোফি ও তার স্বামীর কথাতেই উঠে এসেছে মূল বার্তা, ‘সতর্ক থাকুন, সাবধান থাকুন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9i7m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন