বিশ্বজুড়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র অনুষ্ঠান বড়দিন উদযাপন হলো গতকাল বৃহস্পতিবার। প্রথা অনুযায়ী, বিশেষ এই দিনে বিশ্বনেতারা খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বাণী দিয়ে থাকেন। তবে অন্যদের মতো ‘শুভেচ্ছার’ সীমাবদ্ধতায় আটকে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছার পাশাপাশি প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির সদস্যদের ‘কট্টর বামপন্থি আবর্জনা’ আখ্যা দেন রিপাবলিকান এই নেতা।
বড়দিনের আগের দিন ফ্লোরিডায় নিজের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগোয় অবস্থান করছিলেন ট্রাম্প। সেখানে তিনি নোরাডের সান্টা ট্র্যাকার কলে অংশ নেন এবং বিশ্বজুড়ে মোতায়েন মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা পাঠান। তবে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখাননি এই রিপাবলিকান নেতা।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘কট্টর বামপন্থি আবর্জনাগুলো আমাদের দেশকে ধ্বংস করার জন্য যা যা করা সম্ভব, তার সবই করছে। তাদেরসহ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি।’
‘উন্মুক্ত সীমান্ত, নারীদের ক্রীড়ায় পুরুষের অংশগ্রহণ, সবার তৃতীয় লিঙ্গ গ্রহণের সুযোগ অথবা দুর্বল আইন প্রয়োগের মতো বিষয়গুলো আর নেই। তবে আমাদের যা আছে তা হলো, পুঁজিবাজার ও ৪০১কে (অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ অ্যাকাউন্ট)-এর নতুন রেকর্ড, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের মাত্রা, মূল্যস্ফীতি না থাকা এবং গতকাল ৪ দশমিক ৩ (শতাংশ) জিডিপি (প্রবৃদ্ধি) অর্জন, যা প্রত্যাশার চেয়ে ২ পয়েন্ট বেশি।’
