English

24 C
Dhaka
সোমবার, মার্চ ৪, ২০২৪
- Advertisement -

বৃটিশ পার্লামেন্টের বাইরে অর্ধনগ্ন নারীদের বিক্ষোভ

- Advertisements -
Advertisements
Advertisements

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিলেন অর্ধনগ্ন বা টপলেস নারীরা। এসময় পুলিশ তাদের কয়েক ডজনকে গ্রেফতার করেছে।
‘এক্সটিংশন রিবেলিয়ন’ (এক্সআর)-এর ব্যানারে তারা সমবেত হয়েছিলেন। এসময় তাদের পরনে ছিল শুধু একটি ট্রাউজার। মুখে ছিল একটি মাস্ক পরা। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়।
খবরে বলা হয়, বৃহস্পতিবার বৃটিশ হাউজ অব পার্লামেন্টের বাইরে এসব নারী সমবেত হয়েছিলেন সকালে। তারা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল ‘ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ?’ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সত্য অবমুক্ত করার আহ্বান জানানো হয়। এতে যোগ দেয়া কিছু নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন তাদের গলায়। আর বুকের ওপর রং দিয়ে সতর্কতা লিখেছিলেন। তাতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে যুদ্ধ দেখা দিতে পারে। ঘটবে খরা, অনাহারীর সংখ্যা বাড়বে। বিলুপ্তির দিকে যাবে বন্যপ্রাণিদের জীবন। ঘটবে সহিংসতা, দুর্ভিক্ষ।
বিক্ষোভের পরে এক্সআর তাদের টুইটে লিখেছে, আমরা #ক্লাইমেট ইমার্জেন্সির পক্ষে। এই সময়ের শিশুদের সামনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি। ৪ সি অর্থ হলো লাখ লাখ মানুষের মৃতু। # আমরা বাঁচতে চাই।
করোনা সংক্রমণের ফলে সবকিছু অচল হয়ে যাওয়ার পর গত সপ্তাহ থেকে তাদের বিক্ষোভ, প্রতিদিন নতুন করে শুরু করেছে এই গ্রুপটি। দুটি সংবাদ মাধ্যমে আসা-যাওয়ার সড়কে তারা বৃহস্পতিবার বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন। এজন্য তাদের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন