প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়াল ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৩ হাজার ৭৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একইসময়ে ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ব্রাজিলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৬ হাজার ১৫০ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৪ হাজার ৭২৯ জনে।
বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোও আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে। তবে করোনার প্রাদুর্ভাবের প্রথম থেকেই তিনি লকডাউন বা নিষেধাজ্ঞার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বোলসোনারোর দাবি, এর ফলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1i6l
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন