English

31.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

ভারতে বিমান দুর্ঘটনায় প্রথম জীবিত আরোহী সম্পর্কে যা জানা যাচ্ছে

- Advertisements -

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শুরুতে কেউ বেঁচে নেই বলে মনে করা হলেও ঘণ্টাখানেকের মধ্যেই সেই ধারণাকে ভুল প্রমাণ করে এক অলৌকিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন আরোহী জীবিত আছেন বলে আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীটি বিমানের ১১-এ নম্বর আসনে ছিলেন। তাকে দুর্ঘটনাস্থলে সাদা টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে হাঁটতে দেখা যায়।এ সময় তার কাপড়ে ধোঁয়ার দাগ ও রক্তের ছাপ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি খুঁড়িয়ে হাঁটছেন, যা থেকে বোঝা যাচ্ছে তার পায়ে আঘাত লেগেছে।

আহমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘পুলিশ ১১-এ নম্বর আসনের একজন জীবিত যাত্রীকে খুঁজে পেয়েছে। তাকে হাসপাতালে পাওয়া গেছে এবং তার চিকিৎসা চলছে।

মৃতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যেহেতু ফ্লাইটটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এএনআই উদ্ধার হওয়া যাত্রীকে ৪০ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ হিসেবে চিহ্নিত করেছে, যিনি একজন ব্রিটিশ-ভারতীয়। ছুটিতে ভারতে যাওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই ফ্লাইটে নিজের ভাইয়ের সঙ্গে ছিলেন এবং বর্তমানে ভাইয়ের খোঁজ করছেন। এর আগে আহমেদাবাদের শহরের পুলিশপ্রধান জি এস মালিক রয়টার্সকে জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তারা হাসপাতাল থেকে বিশ্বাস কুমারের সঙ্গে কথা বলেছে। তিনি নিজের বোর্ডিং পাসও শেয়ার করেছেন, যেখানে তার নাম ও ১১-এ নম্বর আসনের উল্লেখ রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিষ্ণু বলেন, ‘উড্ডয়নের ৩০ সেকেন্ড পরই এক বিকট শব্দ হয়, এর পরই বিমানটি বিধ্বস্ত হয়।

সব কিছু এত দ্রুত ঘটে গেল।’

লন্ডনগামী এয়ার ইন্ডিয়া এআই-১৭১ ফ্লাইটটি এদিন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। বিমানে ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিল। উড্ডয়নের পর বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পর হঠাৎ নিচের দিকে পড়তে শুরু করে।

পাইলটের কাছ থেকে ‘মেডে’ বার্তা পাওয়ার পরই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই আকাশে বিশাল একটি কমলা আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলি মাইলখানেক দূর থেকেও দেখা যায়।

বিমানটি একটি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের জন্য নির্ধারিত হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলেই পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ হোস্টেলের ডাইনিং হলের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে গেছে, আর কিছু প্লেটের ওপর তখনো খাবার পড়ে রয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল চালাচ্ছিলেন, যিনি আট হাজার ২০০ ঘণ্টার অভিজ্ঞতাসম্পন্ন। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, যার রয়েছে এক হাজার ১০০ ঘণ্টার অভিজ্ঞতা। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে তারা একটি ‘মেডে’ বার্তা পাঠিয়েছিলেন।

এদিকে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি ইঞ্জিনে ত্রুটি, যান্ত্রিক সমস্যার অন্য কোনো কারণ বা পাখির ধাক্কার ফলেও হতে পারে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার অত্যন্ত মজবুত একটি উড়োজাহাজ, আর দুর্ঘটনায় পড়া এই বিমানটি মাত্র ১১ বছর পুরোনো ছিল এবং ভালো অবস্থায়ই ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ ‘ব্ল্যাক বক্স’ উদ্ধারের পর আরো বিস্তারিত তথ্য জানার আশা করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wwto
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন