গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ২৩ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীকে’ হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, প্রদেশের কুররাম জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে একটি অভিযানের সময় তীব্র গোলাগুলির পর ১২ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একই এলাকায় আরেকটি দলের উপস্থিতির ভিত্তিতে আরেকটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে সেনারা ১১ জনকে সফলভাবে নির্মূল করেছে।
জিও টিভির প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধির পটভূমিতে নিরাপত্তা বাহিনী ধারাবাহিকভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। একদিন আগেও একই প্রদেশে চার সন্ত্রাসীকে হত্যা করা হয়।
সর্বশেষ সন্ত্রাসী হামলা ১১ নভেম্বর ইসলামাবাদের বিচার বিভাগীয় কমপ্লেক্সে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এতে আইনজীবী এবং মামলার আবেদনকারীসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ৩৬ জন আহত হন।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তবর্তী দুটি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান এই হামলার সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
দেশটির পুলিশের এক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের প্রথম আট মাসে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়াতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে কমপক্ষে ৭৯ জন পুলিশ এবং ১৩৮ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
