ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার কলকাতায় গেলেন আম আদমি পার্টির (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে গেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং আতিশী। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নেমেছেন তারা। তাদের অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসু।কেন্দ্রীয় সরকারের বিজেপিবিরোধী ঐক্যে শান দিতেই কলকাতায় আগমন আপের শীর্ষনেতৃত্বের, এমনটাই ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন আপ প্রধানসহ অন্য নেতারা। তার পরই ফিরে যাবেন দিল্লি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী জোট নিয়ে কথা হতে পারে নবান্নের বৈঠকে।