ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হুগলির চুঁচুড়ায়। সেখানে নারী পুলিশকর্মীদেরই সিঁদুর পরিয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা! যার জেরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরেই তাঁকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন বলে মন্তব্য করেছিলেন তিনি।তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
যদিও বিজেপির দাবি, নারী পুলিশকর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। নিরুপা চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী বলেন, ‘সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব।