English

31.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

মাঝ আকাশে ককপিটে মারামারি, দুই পাইলট বরখাস্ত

- Advertisements -

জেনেভা থেকে প্যারিসে যাওয়ার পথে মাঝ আকাশে ককপিটে মারামারি করেছেন দুই পাইলট। চলতি বছরের জুন মাসের এ ঘটনার জেরে তাদের দুজনকেই বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ।

গার্ডিয়ান জানিয়েছে, এয়ার ফ্রান্স গতকাল রবিবার তাদের বরখাস্তের খবর জানিয়েছে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরেন এবং মারামারিও শুরু করেন তারা।

শেষপর্যন্ত কেবিন ক্রুদের হস্তক্ষেপে মারামারি থামে। তবে আবারো ঝামেলা যেন না হয়, সেজন্য একজন কেবিন ক্রু বাকি পথ পাইলটদের সঙ্গে ককপিটেই ছিলেন।

এয়ার ফ্রান্সের একজন কর্মকর্তা জানান, পাইলটদের মারামারি সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

গত বুধবার ফ্রান্সের বিমান তদন্ত সংস্থা বিইএ’র এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ফ্রান্সের কিছু পাইলটের নিরাপত্তা প্রোটোকল অনুসরণে কঠোরতার অভাব রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরেই পাইলটদের মারামারির খবর সামনে আসে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g20h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন