মুসলিম হওয়ায় একজন নারীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিষয়টি টুইটারে পোস্ট করায় তাকে গ্রেপ্তারও করা হয়। ওই নারীর নাম আমানি আল খাতাবেহ।
জানা গেছে, ওই নারী একজন অ্যাক্টিভিস্ট ও ব্লগার। তাকে গ্রেপ্তারের ৪ ঘণ্টা পরই ছেড়ে দেয় মার্কিন পুলিশ। বিমানবন্দরে একজন পুরুষের অনিয়মের প্রতিবাদ জানালে এ ঘটনার সূত্রপাত হয়। শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে পুলিশ তাকে নামিয়ে দেয় বলে জানা যায়।
এদিকে, আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি এবং প্রকৃত অর্থেই কি ঘটেছে তা বের করা হবে। পুলিশের অভিযোগ তিনি ফ্লাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9y5j
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন