English

24 C
Dhaka
শনিবার, নভেম্বর ৯, ২০২৪
- Advertisement -

মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলে গ্রেপ্তার, সংঘর্ষে নিহত ৩

- Advertisements -
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’র ছেলেকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সংঘর্ষ হয়েছে, বিবিসি জানিয়েছে, সংঘর্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য নিহত হয়েছে।

বাবার মাদক গ্যাংয়ের একাংশের নেতা হিসেবে নিজেকে দাবি করেন ওভিদিও গুজমান লোপেজ, আইন শৃঙ্খলা বাহিনী তার ওপর ছয় মাস ধরে নজরদারি চালানোর পর মেক্সিকোর কুলিয়াকান শহর থেকে ওভিদিওকে গ্রেপ্তার করেছে।

তাকে আটকের ঘটনায় মাদক গ্যাংয়ের সদস্যরা সড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, এছাড়া স্থানীয় একটি বিমানবন্দরেও হামলা চালায়। 

বিবিসি জানিয়েছে, সেখানকার অন্তত দুটি বিমানে গুলির আঘাত লেগেছে, তার মধ্যে একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছে।

সিনালোয়া বিমানবন্দরে বিশৃঙ্খলার জেরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, রাজ্যের গভর্নর বলেছেন, সংঘর্ষে অন্তত ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওভিদিও গুজমান লোপেজের ডাকনাম ‘দ্য মাউস’, মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক পাচারকারী সংগঠন সিনালোয়া কার্টেল।

বাবার কুখ্যাত দলের একাংশের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ওভিদিওর বিরুদ্ধে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন