বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার করোনা হট স্পট হিসেবে পরিচিত ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে জারি করা কঠোর লকডাউনের সময় আরো দু’সপ্তাহ বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু রবিবার বলেন, ২ আগস্ট থেকে জারি হওয়া কঠোর লকডাউন আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে এই সময়ের মধ্যে কিছু বিষয়ে শিথিলতা আনা হবে এবং আগামী দুই মাসে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে।
এর আগে মেলবোর্নে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় কঠোর লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ না কমায় এই লকডাউন আরও বাড়ান হয়েছে। লকডাউনের কারণে মেলবোর্নের বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে। সেখানকার বাসিন্দারা বাড়ি থেকে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার দূরত্বে চলাচলের সুযোগ পাচ্ছেন। এছাড়া রাতে কারফিউ জারি করা হয়েছে মেলবোর্নে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মোট করোনা আক্রান্তের ৭৫ শতাংশই মেলবোর্নের।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dyl6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন