English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
- Advertisement -

মোদি আমাদের শেষ করে দিতে চান: কেজরিওয়াল

- Advertisements -

জামিনে জেলমুক্ত নয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের আদেশে তিনি তিহার জেল থেকে মুক্তি পান। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে সরাসরি আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি সংবাদ সম্মেলন করে তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তারা আমাদের নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু আম আদমি পার্টি হলো একটি আইডিয়ার নাম। তারা আমাদেরকে যতই শেষ করার চেষ্টা করবে, আমরা ততই বৃদ্ধি পাবো। তিনি নরেন্দ্র মোদি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপির ভিতরে ক্ষমতা ধরে রাখার ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করেন।

উল্লেখ করেন, বিজেপি নির্বাচনের আগে অনেক রাজ্যে তাদের দলের মুখ্যমন্ত্রীকে বদলে ফেলেছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, যদি আবার বিজেপি ক্ষমতায় আসে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে যা করবেন তা হলো তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে বদলে ফেলবেন। কেজরিওয়াল বলেন, বিজেপির নেতা এলকে আদভানি, মুরলি যোশি, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, খাত্তার, রমন সিংদের রাজনীতি শেষ হয়ে গেছে। এর পরের পালা যোগি আদিত্যনাথ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন