যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মাঝে ক্রমেই সামরিক উত্তেজনা বাড়ছে।ভেনেজুয়েলার উপকূলে মার্কিন রণতরী মোতায়েন, কারাকাসের সামরিক মহড়ার পর এবার নতুন মোড় নিয়েছে ঘটনায়। বেসামরিকদের হাতেও অস্ত্র দিচ্ছে ভেনেজুয়েলার সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষরা অস্ত্র হাতে খোলা রাস্তায় নিচ্ছেন প্রশিক্ষণ। আদতে বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া’- বাহিনীকে আবার সক্রিয় করেছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের ২০০৯ সালে এই বাহিনী তৈরি করেছিলেন। সেসময় তরুণ বয়সে যোগ দিয়েছিলেন এডিথ পেরালেস। এবার ৬৮ বছরের আবার প্রস্তুত হচ্ছেন সামরিক পোশাকে রাস্তায় নামতে। তিনি বলেন, ‘আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে। ডাক এলেই আমি রাস্তায় নামব।
রাজধানীর পেতারে এলাকাজুড়ে শনিবার দুপুরে ‘জনগণের কাছে ব্যারাক্স’ নামে সামরিক মহড়া চলে। রাশিয়ার নির্মিত ট্যাংক, পোস্টার, লোড না করা রাইফেল নিয়ে স্থানীয়দের অস্ত্রচালনার প্রশিক্ষণ দেন সেনারা। নারী, পুরুষ, এমনকি শিশু পর্যন্ত ভিড় জমায় মহড়ায়।
মাদুরোর দাবি, ৮২ লাখের বেশি মানুষ মিলিশিয়া ও রিজার্ভে আছেন।