English

27.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রে ফের একদিনে ৯০০ ফ্লাইট বাতিল

- Advertisements -

যুক্তরাষ্ট্রে আবারও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, রোববার (৭ আগস্ট) একদিনে যুক্তরাষ্ট্রজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে। তাছাড়া ছয় হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বিত হয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানের ১২ শতাংশ ফ্লাইট বাতিল ও ৪০ শতাংশ বিলম্বিত হয়।

রোববার শিকাগোতে ভারি বৃষ্টি হয়েছে। রয়েছে আকস্মিক বন্যার সতর্কতাও।

যুক্তরাষ্ট্রে শনিবার (৬ আগস্ট) মোট ৬৫৭টিফ্লাইট বাতিল হয় ও সাত হাজার ২৬৭টি বিলম্ব হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার (৫ আগস্ট) এক হাজার পাঁচশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়। ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়।

বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে ব্যাপক বজ্রপাত হয়। এরপরই মূলত বিভিন্ন কোম্পানি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিতে থাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/80k2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন