English

24.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

রশি ছাড়াই ৩০ তলা ভবনে উঠার চেষ্টা, স্প্যাইডারম্যান গ্রেফতার

- Advertisements -

মার্চিন ব্যানট। আর্জেন্টিনার জার্সি পরে তিনি ৩০ তলা ভবনে উঠতে শুরু করেন। ২৫ তলা অতিক্রম করার পর তাকে থামানো হয়।

খবর অনুসারে, পোল্যান্ডের এই যুবক বুয়েন্স আয়ার্সের গ্লোব্যান্ট বিল্ডিংয়ের ৩০ তলায় উঠছিলেন কোনো রশি ছাড়াই। এই দৃশ্য দেখতে নিচে ভিড় জমান শত শত উৎসুক পথচারী।

এরপর বাগড়া দেয় ফায়ারসার্ভিসের কর্মীরা। তারা তাকে থামায়। পুলিশ এই ডানপিটে যুবককে গ্রেফতার করে।

খবর অনুসারে, তাকে থামাতে ৩০ জনেরও বেশি ফায়ার ফাইটার কর্মী, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। কোনো একজন পথচারী জরুরি নম্বরে ফোন দিলেই জরুরি পরিষেবা সংস্থাগুলো তৎক্ষণাৎ তৎপরতা দেখায়।

নিচ তলায় নামার পর পুলিশ তাকে গ্রেফতার করে। কর্মকর্তারা জানিয়েছেন, জরিমানাস্বরূপ তাকে এই অভিযানের খরচ বহন করতে বলা হয়।

খবরে বলা হয়েছে, ৩৬ বছরের এই যুবক অন্য দেশেও একই ধরনের স্ট্যান্ট নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখো অনুসারী রয়েছে।

এর আগেও এই যুবক একই ভবনে উঠার চেষ্টা করেন। সে সময়ও পুলিশ তাকে থামায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ery9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন