English

28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

রাজকীয় কুচকাওয়াজে ব্যাঘাত, যুক্তরাজ্যে গ্রেপ্তার ২

- Advertisements -

যুক্তরাজ্যের রানি ২য় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী লন্ডনে সামরিক বাহিনীর বিশেষ কুচকাওয়াজে বিঘ্ন সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুচকাওয়াজ উপভোগের জন্য বৃহস্পতিবার সকালের দিকে ব্রিটেনের রানীর কার্যালয় ও অন্যতম আবাস বাকিংহাম প্যালেসের কাছে বুলভার্ড চত্বরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। যথাসময় কুচকাওয়াজ শুরু করে সামরিক বাহিনীও।

Advertisements

কিন্তু কুচকাওয়াজ শুরুর পরপরই দুই ব্যক্তি দর্শকদের ব্যারিকেড পেরিয়ে একজন সড়কে শুয়ে পড়েন এবং অপরজন তার পাশে একটি ব্যানার হাতে দাঁড়িয়ে যান।

এ ঘটনার পর লন্ডন পুলিশ বাহিনীর সদস্যরা তাৎক্ষনিকভাবে ওই দুইজনকে আটক করেন; এবং তাদরে দুজনকেই সড়ক থেকে বের করে নিয়ে যান। এ সময় দর্শকসারিতে উপস্থিত লোকজন তালি দিয়ে পুলিশ সদস্যদের স্বাগত জানান।

এক টুইটবার্তায় লন্ডন পুলিশের পক্ষ থেকে এ সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাজ্যের হাইওয়ে নিরপত্তা আইনের আওতায় কুচকাওয়জের সড়ক থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশের কাজে সহযোগিতা করায় জনগণকে ধন্যবাদও জ্ঞাপন করে যুক্তরাজ্যের পুলিশ।

Advertisements

১৯২৬ সালে জন্ম নেওয়া রানী ২য় এলিজাবেথ যুক্তরাজ্যের রাজা পঞ্চম জর্জের জ্যেষ্ঠ সন্তান। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি বাবার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে যুক্তরাজ্যের সিংহাসনে আরোহন করেন তিনি; একই সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ অন্তত ১২ টি রাষ্ট্রেরও শাসনতান্ত্রিক প্রধান হন।

চলতি বছর ৯৬ তম জন্মদিন পালন করেছেন রানী, পাশপাশি তার সিংহাসনে আরোহনেরও ৭০ বছর বা হীরক জয়ন্তী পূর্ণ হয়েছে।

যুক্তরাজ্যে রানীর সিংহাসন আরোহনের বর্ষপূর্তিতে প্রতিবছরই লন্ডনের সড়কে কুচকাওয়াজের আয়োজন করে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। চলতি বছর হীরক জয়ন্তী উপলক্ষ্যে আরও জাঁকজমকের সঙ্গে করা হয়েছে এ আয়োজন।  ,

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন