English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

রাস্তায় তরুণীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের মারামারি

- Advertisements -

জনবহুল রাস্তায় এক তরুণীকে সপাটে চড় তৃণমূল কংগ্রেসের নারী কাউন্সিলরের। সঙ্গে সঙ্গে কাউন্সিলরের চুলের মুঠি ধরে সপাটে ঘুসি তরুণীর। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। এর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে সেই হাতাহাতি এবং চুলোচুলি ছবি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি জাগো নিউজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাসক দলের কাউন্সিলর শ্রাবন্তী রায় বাইকে করে যাচ্ছিলেন। তখন এক তরুণীর স্কুটির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। অভিযোগ, বাইক থেকে নেমে শাসকদলের কাউন্সিলর শ্রাবন্তী রায় সপাটে চড় মারেন সেই তরুণীকে। তখন তরুণীও কাউন্সিলরের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে সজোরে ঘুসি মারেন।

মাঝ রাস্তায় দুই নারীর মারামারি ঠেকাতে এগিয়ে যান স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ। ঠিক সেই সময় কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

ওই ভিডিও প্রকাশ্য আসার পরে কাউন্সিলর শ্রাবন্তী রায়ের অভিযোগ, স্কুটিচালক ওই তরুণী মত্ত অবস্থায় ছিলেন। আমাকে গালাগালি দিতে আমি ওকে চড় মারি। এর পর তিনি আমাকে মারতে থাকেন। মেয়েটি খুব ছোট, ওর ভবিষ্যৎ আছে। তাই ওর কিছু হোক আমি চাই না।

অন্যদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিজেপির নেতা মৃত্যুঞ্জয় পাল। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ ঠিক না। তবে রাজ্যের মানুষ শাসক দলের নেতাদের চোখ গরম আর সহ্য করবে না, তারা প্রতিরোধ করার জন্য প্রস্তুত সেটার উদাহরণ এই ঘটনা। নির্বাচনে তার প্রমাণ তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cumv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন