শাহ মেহমুদ কুরেশি ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে কোনো পদক্ষেপ নিতে বাধা দেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুক্রবার তিনি এমন অভিযোগ করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক চিঠি ইস্যুতে পদক্ষেপ নিতে বাধা দেন সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
এ বিষয়ে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠির বিষয়ে জানানো হয়েছিল। তিনি বিষয়টি জানার পরেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো প্রতিবাদ করার সুযোগ দেননি। এমনকি পাকিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাসকে কোনো জবাদিহিতার আওতায় আনা হয়নি। কারণ, ইমরান খানের দল পিটিআই এ ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠি ইস্যুতে রাজনীতি করতে চেয়েছে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকার বলেছে যে এ ষড়যন্ত্রমূলক মার্কিন চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত করা হয়েছে।