মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প, এবার কী তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও হারাতে চলেছেন? এটি নিছক গুঞ্জন নয়, ডোনাল্ড ট্রাম্পের সাবেক দুই সহযোগী এমন দাবি করেছেন। আর এরপর ট্রাম্পের সংসারে ভাঙনের জল্পনা জোরালো হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন মেলানিয়া ট্রাম্পের একটি বক্তব্য বেশ সাড়া ফেলেছিল। তার এক বন্ধু দাবি করেছিলেন তিনি তার স্বামীকে নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি কখনো আশা করেননি যে তার স্বামী জিতবেন।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মেলানিয়া ট্রাম্প নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে আসার জন্য পাঁচ মাস অপেক্ষা করেছিলেন। ট্রাম্প-মেলানিয়া দম্পতির সন্তান ব্যারনের স্কুলের কার্যক্রম শেষ করার জন্য তিনি এ অপেক্ষা করেছিলেন। কিন্তু ট্রাম্পের সাবেক সহযোগী স্টেফানি ওল্কওফ দাবি করেছেন, এ সময়ে মেলানিয়া তার স্বামী ট্রাম্পের সঙ্গে বিবাহ পরবর্তী চুক্তির জন্য আলোচনা করেন, আর তা হলো ব্যারনকে ট্রাম্পের ভাগ্যের সমান ভাগিদার করতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ah7j
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন