English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

সড়কপথে ১ হাজার কিলোমিটার পাড়ি দিল বোয়িং বিমান!

- Advertisements -

সৌদি আরবে সম্প্রতি সড়কপথে জেদ্দা থেকে রিয়াদ পর্যন্ত তিনটি বাতিল বিমান যাত্রা করেছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) বোয়িং ৭৭৭ বিমানগুলোর এ সড়কযাত্রা পুরো পুরো দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মরুভূমি ও পাহাড়ের মধ্য দিয়ে বিমানের যাত্রার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মানুষ এ যাত্রাকে উদযাপন করছে।

বিমানগুলোকে রিয়াদ সিজন ২০২৪-এর বুলেভার্ড রানওয়ে জোনে প্রদর্শন করা হবে।

সে উদ্দেশ্যে বড় ট্রাকের মাধ্যমে বিমানগুলো পরিবহন করা হয়। জেদ্দা বিমানবন্দর থেকে রিয়াদ পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বোয়িং বিমানগুলো। বিমানের ডানা, প্রধান ও অন্যান্য কার্যকরী অংশ খুলে নেওয়ার পর বিমানের কাঠামোগুলো পরিবহনের জন্য প্রস্তুত করা হয়।

সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের যাত্রার ছবি ও ভিডিও শেয়ার করছে।

এতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সৌদিরা জাতীয় পতাকা হাতে বিমানগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, পরিবারের সদস্যরা বিমান দেখার জন্য একত্র হয়েছে এবং ছোটরা সবুজ শার্ট ও টুপি পরে ছোট বিমান হাতে নাড়ছে।

এদিকে সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল শেখ এক্সে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন। সৌদি নাগরিকদের তোলা সবচেয়ে ভালো ছবির জন্য একটি বিলাসবহুল গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আল শেখ এক্সে বহু ছবি ফের পোস্ট করছেন, যা মানুষের মধ্যে উদ্দীপনা বাড়াচ্ছে।

এই বিমানযাত্রা দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে।

এই তিনটি বিমানকে দোকান ও রেস্তোরাঁয় রূপান্তরিত করা হবে, যেখানে প্রায় ১৩টি ইন্টারঅ্যাকটিভ ইভেন্ট থাকবে, যার মধ্যে গেমস ও সব বয়সের মানুষের জন্য বিমান সম্পর্কিত অনন্য অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0s8i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন