English

30.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

- Advertisements -

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) পূর্বাভাস দিয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এনসিএম জানিয়েছে, রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্ব প্রদেশ, উত্তর সীমান্ত, মক্কা এবং মদিনায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাতাসের কারণে হালকা ধুলো ঝড় হতে পারে। পাশাপাশি আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাইফ, মাইসান, আদহাম, আল আরদিয়াত, আল মুয়াইহ, খুরমা, রানিয়াহ, তুরুবাহ, পবিত্র নগরী, বাহরাহ, আল জুমুম, খুলাইস এবং আল কামিল অঞ্চল এর দ্বারা প্রভাবিত হতে পারে।

মঙ্গলবার পর্যন্ত আল বাহার বেশিরভাগ প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রিয়াদ, আল কাসিম, হাইল, নাজরান, পূর্ব প্রদেশ, মদিনা, উত্তর সীমান্ত এবং আল জাওফের আবহাওয়া একই রকম থাকবে এবং সক্রিয়, দ্রুতগতির বাতাস ধুলো এবং বালির ঝড় সৃষ্টি করবে।

এনসিএম জনসাধারণকে আবহাওয়া পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে আপডেট পেতে তাদের যোগাযোগ চ্যানেলগুলি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে।

একটি পৃথক প্রতিবেদনে, কেন্দ্রীয় জেদ্দা, শুয়াইবা এবং আল লেইথকে প্রভাবিত করে ৪০-৪৯ কিমি/ঘণ্টা বেগে তীব্র বাতাস বয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে। যার ফলে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে। যার ফলে সামুদ্রিক অঞ্চলে প্রভাব পড়তে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4c5c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন