English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

সৌদির মরু-দিগন্তে তুষার উৎসব, সাদা চাদরে ঢাকা শৈলশিখর

- Advertisements -

প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে আরবের তপ্ত মরুভূমি আজ যেন রূপকথার কোনো তুষাররাজ্যে পরিণত হয়েছে। চিরচেনা রুক্ষ বালুকাবেলা আর তামাটে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে শুভ্রতার পরশ।

সৌদি আরবের উত্তরের তাবুক প্রদেশ এবং নেওম প্রকল্পের অন্তর্ভুক্ত ত্রোজেনা পর্বতমালা এখন তুষারের নিবিড় আলিঙ্গনে আবদ্ধ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬শ’ মিটার উচ্চতার এই শিখরগুলো রাতারাতি তাদের ধূসর গাম্ভীর্য ঝেড়ে ফেলে সাদা চাদর গায়ে জড়িয়েছে। ফলে মরু-দেশটির বুকে এক বিরল এবং নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়েছে।

আকাশের মেঘ চিরে যখন ঝুরঝুরে বরফ পাহাড়ের বন্ধুর ঢালে জমার সেই দৃশ্য দেখতে হুমড়ি খেয়ে পড়ছে পর্যটক আর স্থানীয় বাসিন্দারা। ত্রোজেনার হিমশীতল উচ্চতায় কেউ মেতে উঠলেন স্কিইংয়ের নেশায়, কেউ বা পরম বিস্ময়ে লেন্সবন্দি করলেন বালু আর বরফের এই মিতালি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মাথার ওপর ঘন কালো মেঘের আনাগোনা আর নিচে দিগন্তজোড়া সাদা বরফের ওপর দিয়ে ধীরলয়ে হেঁটে যাচ্ছে উটের দল, মরুভূমির এই রুদ্র-সুন্দর রূপ যেন কোনো এক স্বপ্নীল ক্যানভাস।

তবে কেবল তুষারপাতই নয় সৌদি আরবের আবহাওয়া এখন এক বিচিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে তাবুক আর ত্রোজেনায় শীতের এই অপার্থিব উৎসব, অন্যদিকে জাজান, আসির, মক্কা ও মদিনার আকাশ জুড়ে মেঘের গর্জন আর বজ্রসহ বৃষ্টি। লোহিত সাগরের লোনা বাতাসে এখন প্রবল বেগের মাতম, আর রিয়াদ থেকে আল-জওফ পর্যন্ত বিস্তৃত অঞ্চল ঢাকা পড়েছে ভোরের ঘন কুয়াশার মায়াজালে। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন যেমন রোমাঞ্চ ছড়িয়েছে, তেমনি উপকূলীয় এলাকার মানুষের জন্য বয়ে এনেছে সতর্কবার্তা।

সৌদি আরবের এই বৈচিত্র্যময় ভূখণ্ডে শীতের এমন আগমন এক পশলা শান্তির বার্তাবাহী। রুক্ষ মরু-পাহাড়ে বরফের এই রাজসিক উপস্থিতি কেবল পর্যটকদের আনন্দই দিচ্ছে না বরং মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃতির কোনো ধরাবাঁধা সীমানা নেই। তাবুকের তুষার-শুভ্র এই সকাল এখন সৌদি আরবের চিরচেনা গ্রীষ্মের বিপরীতে এক বিরল এবং উজ্জ্বল আখ্যান হয়ে সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তবে জলবায়ুবিদরা আছেন চিন্তায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/321d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন