চীনের এক চিড়িয়াখানায় শিম্পাঞ্জিকে মোবাইল ফোনে ভিডিও দেখানো নিষিদ্ধ করা হয়েছে। সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কে থাকা দুই বছরের একটি শিশু শিম্পাঞ্জি ‘ডিং ডিং’-এর খাঁচার সামনে দর্শনার্থীদের জন্য একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা, মোবাইল ফোনে ভিডিও দেখাবেন না।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বেশি সময় স্ক্রিন দেখলে ডিং ডিং-এর চোখের ক্ষতি হতে পারে এবং মানসিক চাপ তৈরি হতে পারে।
শিম্পাঞ্জিটির খাঁচার সামনে যে নোটিশ ঝোলানো হয়েছে, তাতে তার একটা ছবি রয়েছে। সঙ্গে ইংরেজিতে লেখা ‘স্টপ স্টপ’ আর চীনা ভাষায় লেখা ‘আমাকে মোবাইল দেখাবেন না’। যদিও নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থা নেই, তবুও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শকদের অনুরোধ করেছে নিয়ম মানতে।
এই ঘটনা ছড়িয়ে পড়তেই চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ মজা করে মন্তব্য করেন, আবার অনেকে সমর্থনও জানিয়েছেন। একজন লিখেন, দয়া করে প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন করতে দিন। আরেকজন বলেন, আমার ছেলেও ‘ডিং ডিং’ এর মতো ফোনে আসক্ত, তাহলে ওকেও চিড়িয়াখানায় পাঠানো হোক।
