স্ত্রীকে খুনের পর গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ভারতের এক শীর্ষ সেনা কর্মকর্তা। গতকাল রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুরে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
আজ সোমবার দেশটির সেনা সূত্রের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে ওই কর্মকর্তার ঘর থেকে আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, মৃত সেনার ওই লেফটেন্যান্ট কর্নেল ফিরোজপুরে কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে ওই দম্পতির প্রায়শই ঝামেলা হত। এ নিয়ে তারা নিয়মিত কাউন্সেলিং করাতেন।
প্রাথমিক তদন্তে দেশটির পুলিশ জানিয়েছে, সম্ভবত পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে খুন করে ওই সেনা কর্মকর্তা আত্মঘাতী হন। আত্মহত্যার নোটে ওই সেনা কর্মকর্তা তার স্ত্রীকে হত্যার কথা উল্লেখ করেছেন।
এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা ও পাঞ্জাব পুলিশ। তবে মৃত সেনা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।