English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

হামলার পর পাকিস্তানে তিন পুলিশকে জিম্মি

- Advertisements -

পাকিস্তানের বেলুচিস্তানের তুরবাত শহরে পুলিশের চেকপোস্টে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এরপর অন্তত তিনজন পুলিশ কনস্টেবলকে জিম্মি করা হয়েছে। গতকাল বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা সিনগানি সারমমিন পুলিশ চেকপোস্টে যান এবং তিনজন পুলিশকে তুলে নিয়ে যায়। এসব পুলিশের মধ্যে রয়েছেন নাঈম, নাদীম এবং সামির। এ ছাড়া হামলাকারীরা পুলিশের কাছ থেকে দুইটি সাব-মেশিন গান এবং ম্যাগাজিন নিয়ে যায়। এমন খবর পাওয়ার পর পুলিশ ও দেশটির নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে।

তবে গতকাল মধ্যরাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে কারা পুলিশকে জিম্মি করেছে তা জানা যায়নি।

ডন জানিয়েছে, কোয়েটায় নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করেছে। তিনি জোরপূর্বক ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা চালান।

ডন আরও জানিয়েছে, গত মঙ্গলবার-বুধবার রাতে ট্যাং জেলার মাচান খেল এলাকায় গোয়েন্দাভিত্তিক অভিযানে সাতজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bg8l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন