English

30 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

‌‘হামলা করে ইরানের পরমাণু শিল্পকে ধ্বংস করা যাবে না’

- Advertisements -

ইরানের পারমাণবিক শিল্পকে ধ্বংস করা যাবে না। এমনটাই সাফ জানিয়ে দিলেন দেশটির পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে কামালভান্দি বলেন, ইরানের পারমাণবিক শিল্প শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। একে সামরিক হামলা কিংবা চাপ দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। যার শেকড় মাটির গভীরে। সেটাকে ধ্বংস করা যায় না বরং তা আবারও বিকশিত হয়।

এদিকে জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই আকস্মিক আগ্রাসনের ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনা মুখ থুবড়ে পড়ে। ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ পাঁচ দফা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

তবে ১৩ জুন, ইসরায়েল ‘অপ্ররোচিত’ আগ্রাসন চালিয়ে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় একটানা ১২ দিন হামলা চালায়। এর মধ্যে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানে অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করে।

এর জবাবে ইরানও দাঁতভাঙা জবাব দেয়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলে।

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি আল-উদেইদ এয়ার বেসেও একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

অবশেষে ২৪ জুন থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/76bl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন