হামাসকে নিষিদ্ধ ঘোষণা করায় যুক্তরাজ্যের প্রতি নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের এই রাজনৈতিক দল। আইন অনুযায়ী হামাসের সদস্যা বা সমর্থকদের ১৪ বছরের পর্যন্ত জেল হতে পারে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি পাটেল বলেন, হামাসের রাজনৈতিক এবং সামরিক শাখার মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। আগামী সপ্তাহে দেশটির সংসদে হামাসকে নিষিদ্ধের বিলটি উত্থাপন করবেন প্রিতি পাটেল। তিনি হামাসকে “মৌলিক এবং তীব্রভাবে ইহুদি বিরোধী” বলে অভিহিত করেছেন, সেই সাথে বলেন, ইহুদিদের রক্ষার জন্য হামাসের প্রতি নিষেধাজ্ঞার প্রয়োজন। তিনি আরো বলেন, হামাসের উল্লেখযোগ্যভাবে সন্ত্রাসী সক্ষমতা ও তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে।
এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে হামাস জানায়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুক্তরাজ্য যে অপরাধ করেছে তার ক্ষমা চাওয়ার পরিবর্তে এই আচরণ আক্রমণাত্মক। হামাস তার সমর্থকদের যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা করার আহ্বান জানিয়েছে।
এদিকে যুক্তরাজ্যে যদি কেউ গোষ্ঠীটিকে সমর্থন করে, তাদের পতাকা উড়ায় বা কোনো সমাবেশ করে তাহলে তা অপরাধ বলে গণ্য হবে এবং তাদের সন্ত্রাসবাদ দমন আইনে বিচার করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z87m
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন