English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
- Advertisement -

৫ লাখ অবৈধ অভিবাসীকে স্বীকৃতি দেবে স্পেন

- Advertisements -

প্রায় ৫ লাখ অ–নথিভুক্ত অভিবাসীকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়ছে, তখন স্পেনের এই উদ্যোগকে ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনায় বসবাসরত ৩০ বছর বয়সী পেরুভিয়ান অভিবাসী জোয়েল কাসেদা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কৃষিকাজে দুর্ঘটনায় বাম হাত হারানোর পর তিনি প্যাকেট ডেলিভারির কঠিন কাজে যুক্ত আছেন। বৈধ কাগজপত্র না থাকায় বছরের পর বছর অনানুষ্ঠানিকভাবে কাজ করতে হয়েছে তাকে।

জোয়েল কাসেদা আল–জাজিরাকে বলেন, ‘এই সিদ্ধান্ত তার মতো অনেকের জীবন বদলে দিতে পারে। ছয় বছর ধরে কাগজপত্র ছাড়াই কাজ করার পর বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে এবং পরিবারের সঙ্গে ভালোভাবে বাঁচতে পারব।’ স্পেনে অ-নথিভুক্ত বহু অভিবাসী ‘ব্ল্যাক ইকোনমি’তে কাজ করতে বাধ্য হন এবং দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে বৈধতার জন্য লড়াই করেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইস বলেন, ‘সরকারের এই উদ্যোগের মাধ্যমে স্পেনে ইতিমধ্যে বসবাসরত অভিবাসীদের স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের আওতায় আসা অভিবাসীরা দেশের যেকোনো অঞ্চল ও যেকোনো খাতে কাজ করার সুযোগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আনুমানিক হিসাবের কথা বলছি। সংখ্যাটি কমবেশি হতে পারে, তবে তা প্রায় পাঁচ লাখ মানুষের মতো।’

স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘কর্মী সংকট মোকাবিলা এবং জনসংখ্যার বার্ধক্যজনিত চাপ কমাতে স্পেনের অভিবাসন প্রয়োজন।’ তিনি মনে করেন, কম জন্মহারের কারণে পেনশন ব্যবস্থা ও কল্যাণ খাতে যে চাপ তৈরি হচ্ছে, তা সামাল দিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করা এনজিও প্ল্যাটফর্ম ফর আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টসের প্রতিনিধি লেতিসিয়া ভান ডার ভেনেত বলেন, ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী মনোভাবের মধ্যে স্পেনের এই নীতি মানবিক ও বাস্তবসম্মত।’

তিনি বলেন, ‘আটলান্টিকের দুই পাড়েই যখন অভিবাসীদের বিরুদ্ধে শত্রুতামূলক পরিবেশ তৈরি হচ্ছে, তখন এই সিদ্ধান্ত মানবিকতা ও সাধারণ বোধের পরিচয় দেয়।’

ঘানার নাগরিক ওসমান উমর ইউরোপে নতুন জীবন গড়ার আশায় স্পেনে পাড়ি জমানো অসংখ্য অভিবাসীর সংগ্রাম খুব ভালো করেই জানেন। তিনি পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রত্যন্ত গ্রাম ছেড়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় পাঁচ বছর ধরে কঠিন পথ পাড়ি দেন। একপর্যায়ে চোরাকারবারীরা তাকে সাহারা মরুভূমিতে ফেলে রেখে যায় এবং তিনি ভেবেছিলেন মারা যাবেন। সেসময় তিনি শুধু নিজের প্রস্রাব পান করে বেঁচে ছিলেন। স্পেনে পৌঁছে একসময় তিনি রাস্তায় বসবাস করেন। পরে একটি পরিবার তাকে দত্তক নেয়।

তিনি ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক স্কুলগুলোর মধ্যে একটিতে পড়াশোনা করেন। বর্তমানে তিনি নাসকো ফিডিং মাইন্ডস নামে একটি এনজিও পরিচালনা করছেন। এই এনজিও ঘানার শিশুদের প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রদানের মাধ্যমে তাদের নিজস্ব ভবিষ্যত বেছে নেওয়ার সুযোগ দেয়।

আল জাজিরাকে ওসমান উমর বলেন, ‘এটি (বৈধকরণ) কেবল অভিবাসীদের জন্যই নয়, সমগ্র সমাজের জন্যও ভালো হবে। এর অর্থ হবে এই লোকেরা বৈধভাবে কাজ শুরু করতে পারবে, কর দিতে পারবে ও সামাজিক নিরাপত্তা দিতে পারবে এবং কম জন্মহারের দেশে পেনশন ব্যবস্থাকে শক্তিশালী করবে।’

স্পেন সরকার বলছে, এই ব্যবস্থাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা কমপক্ষে পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করছেন এবং যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছিলেন। নিয়মিতকরণের মধ্যে স্পেনে বসবাসকারী আবেদনকারীদের সন্তানরাও অন্তর্ভুক্ত থাকবে। আবেদনগুলো এপ্রিল মাসে শুরু হয় এবং জুন পর্যন্ত চলবে।

স্পেনের সরকার একটি ডিক্রি পাস করেছে, যা সংসদে পাস করার প্রয়োজন হবে না, যেখানে সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই এবং বিরোধী রক্ষণশীল পিপলস পার্টি এবং অতি-ডানপন্থী ভক্স পার্টির তীব্র বিরোধিতার মুখোমুখি হতে পারে।

ভক্স পার্টির নেতা সান্তিয়াগো অ্যাবাস্কাল অনলাইনে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ‘পাঁচ লাখ অভিবাসীর আগমন আরও পাঁচ লাখ অভিবাসীর জন্য একটি আহ্বান হবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং সুরক্ষার ওপর চাপ সৃষ্টি করবে।’

গত বছর স্পেনে অনিয়মিত অভিবাসন ৪০ শতাংশেরও বেশি কমেছে। মূলত স্প্যানিশ সরকার এবং মরক্কো এবং পশ্চিম আফ্রিকার মধ্যে নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর জন্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে এমনটি ঘটেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jfda
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন