English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

অন্তঃসত্ত্বা ভারতীয় পর্যটকের মৃত্যু, পর্তুগালে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

- Advertisements -

পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো স্থানীয় সময় মঙ্গলবার পদত্যাগ করেছেন। একজন ৩৪ বছর বয়সী গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তিনি পদত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালে বিছানার সংকট থাকার কারণে লিসবনের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই নারী। পরে তিনি মৃত্যুবরণ করেন।

জার্নাল ডি নোটিসিয়াস রিপোর্ট করেছে যে জরুরি সেবা বন্ধ, হাসপাতালে ডাক্তারের অভাব এবং জাতীয় স্বাস্থ্যসেবার সমস্যার প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। জরুরি প্রসূতিসেবা বন্ধের কারণে তীব্র সমালোচনার মুখে পরে টেমিডো পদত্যাগ করেন।

স্থানীয় মিডিয়া সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ভারতীয় নারী ৩১ সপ্তাহের গর্ভবতী ছিলেন। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে সান্তা মারিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালটি পর্তুগালের অন্যতম বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র। দ্বিতীয় হাসপাতালে, তার একটি সি-সেকশন করা হয়। ওই নারীর মৃত্যু হলেও নবজাতকটি নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয় বলে রিপোর্টে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে ওই মহিলার মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nc4n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন