English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

- Advertisements -

আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে ন্যাটো সেনা নিয়ে মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল, যুদ্ধের সময়ে মার্কিন সেনাবাহিনী সামনে ছিল। আর ন্যাটো সদস্য অন্যান্য দেশগুলোর সৈন্যরা দূরে ছিল।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে নিহত হওয়া ৪৫৭ জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, “আমি তাদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।”

যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘ভয়ঙ্কর’ দাবি করে তিনি বলেন, ‘‘এই মন্তব্যে হতাহত সৈন্যদের পরিজন-সহ দেশকে আঘাত করেছে।’’

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও কিয়ার স্টারমার তার দফতর থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছিলেন।

২০১১ সালে ৯/১১ কাণ্ডের পর ন্যাটো বাহিনী আফগানিস্তানে হামলা করেছিল। ২০২১ পর্যন্ত আফগানিস্তানই ছিল তাদের ‘ঠিকানা’। ২০১০-২১ সাল পর্যন্ত আফগানিস্তানে ছিলেন ন্যাটোর প্রায় এক লাখ ৩০ হাজারেরও বেশি সৈন্য। নিহত হয়েছিলেন অন্তত ৩ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ন্যাটো বাহিনীর মার্কিন ও ইংল্যান্ডের নিহত সৈন্যদের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৪৬১ ও ৪৫৭ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/werg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন