English

26.6 C
Dhaka
শনিবার, মে ১৭, ২০২৫
- Advertisement -

অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে: রাজনাথ

- Advertisements -

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কেবল ‘ট্রেলার’ দেখানো হয়েছে। শুক্রবার (১৬ মে) গুজরাটের ভুজ এয়ার ফোর্স স্টেশনে বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণে তিনি এই মন্তব্য করে।

রাজনাথ বলেন, অপারেশন সিঁদুর চলাকালে ‘ব্রহ্মোস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানকে ‘রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়েছে’। এই অভিযান এখনো শেষ হয়নি। পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময়। যদি তাদের আচরণে উন্নতি হয়, তাহলে ভালো; নাহলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে।

এদিকে, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অনুরোধ করেছে যে, তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করে। ভারতের দাবি, ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদী অবকাঠামোতে ব্যয় করতে পারে।

ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত।

আর প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতের কৌশলগত অবস্থান এখন আরও আক্রমণাত্মক। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেকোনো পরিস্থিতির জন্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন