অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফের ইসরায়েলি জঙ্গিবিমান হামলা চালিয়েছে। আজ শনিবার স্থানীয় সূত্রে এ খবর জানা যায়। গাজা উপত্যাকার আল বুরেজি শরণার্থী শিবির এবং দায়ের আল বালাহ নামক স্থানে বিমান চালানো হয়েছে বলে স্থানীয় এক সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে আনাদোলু এজেন্সি জানায়, গাজা উপত্যাকার পশ্চিমাঞ্চলের আল তুফফাহে অবস্থিত একটি শিশু হাসপাতাল, আবাসিক এলাকা ও প্রতিবন্ধী চিকিৎসাকেন্দ্র হামালায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের দখলদার সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায়, প্রধানত হামাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাছাড়া রকেট উৎপাদন কেন্দ্র, ভূগর্ভস্থ অবকাঠামো ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা করা হয়।
এর আগে গত শুক্রবার ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তা প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষ ব্যবস্থাপনায় প্রতিরোধ করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/szlt
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন