English

30 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

অমিত শাহকে মমতার কড়া বার্তা: ‘কান ধরে হিন্দু ধর্ম শেখাবো’

- Advertisements -
Advertisements

পশ্চিমবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই অমিত শাহকে কড়া বার্তা দিয়ে মমতার হুঙ্কার, ‘কান ধরে হিন্দু ধর্ম শেখাবো।’

Advertisements

এদিন দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দাঁড়িয়ে অমিত শাহ অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হতো না। দুর্গাপুজো হয় না। গেরুয়া শিবিরের চাপে কয়েক বছর পর এ রাজ্যে সরস্বতী পুজো চালু হয়েছে।’ তার অভিযোগ উড়িয়ে এদিন মমতার জবাব, ‘সব মিথ্যে কথা। কে বলেছে এখানে সরস্বতী পুজো হয় না? দুর্গাপুজো না হলে ক্লাবগুলি কীভাবে টাকা পাচ্ছে?’

তৃণমূল নেত্রী অভিযোগ করে বলেন, ‘ওরা তো সরস্বতী পুজোর মন্ত্রই জানে না। বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি, শিষ্টাচার, ভদ্রতা সম্পর্কে কিচ্ছু জানে না।’ এরপরই মমতার কটাক্ষ, ‘আমরা যে কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দেবো। বাড়ি গিয়ে মা-বোনদের ভুল বোঝালে সোজা কান মলে দিন। এতে তো আর মামলা হয় না।’ মঞ্চ থেকে সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ করেন মমতা।
সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূলের অভিযোগ, ধর্মের ভিত্তিতে ভোট বিভাজন করতে চাইছে বিজেপি। এদিনও সেই অভিযোগে সরব হলেন মমতা। সঙ্গে জানিয়ে দিলেন, ধর্মের ভিত্তিতে এ রাজ্যের ভোট ভাগ করতে দেবে না তৃণমূল কংগ্রেস। মেয়েদের ভোট টানতে চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। এদিন পালটা সেই অংশের ভোট ধরে রাখতে মমতা বলেন, ‘মেয়েরা-মায়েরা আমার শক্তি। আমি তাদের পুজো করি। তাদের দেখে আমি রাজনীতিতে এসেছি।’
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন