অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্ত-সংলগ্ন হায়ুলিয়াং-চাগলাগাম সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার শ্রমিকবাহী একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়, তাতেই এই হতাহতের ঘটনা ঘটে। যদিও দুর্ঘটনার চার দিন পর বৃহস্পতিবার এই ঘটনাটি প্রকাশ্যে আসে।
জানা গেছে, ওই শ্রমিকরা আসামে তিনসুকিয়া জেলা থেকে অরুণাচল প্রদেশে সড়ক নির্মাণের কাজে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হায়ুলিয়াং-এর দিকে যাওয়ার পথে সড়কটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় পাহাড়ি বাঁক নিতে যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আনজাও জেলায় রাস্তা থেকে প্রায় ১ হাজার ফুট নিচে পড়ে যায়।
আনজাওয়ের ডেপুটি কমিশনার মিলো কোজিন জানান, এই সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি সোমবার ঘটলেও একজন আহত জীবিত ব্যক্তি কোনোমতে সদর শহরে পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
আহত ব্যক্তি স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষকে জানান, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে তাদের বহনকারী ওই ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। সমতল থেকে ১০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত চাগলাগাম সীমান্ত সড়কে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।
মাথায় গুরুতর আঘাত ও মুখের হাড়ভাঙা ওই আহতকে উদ্ধার করে আসামে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য আসামের ডিব্রুগড় থেকে ‘জাতীয় দুর্যোগ মোকাবিলা দল’ (এনডিআরএফ)-এর একটি দলকে অরুণাচল প্রদেশে পাঠানো হয়েছে, পাশাপাশি স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীকেও উদ্ধারকাজে নামানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার পেছনে সংকীর্ণ সড়ক, গাড়ির উচ্চগতি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
