English

28 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

অসুস্থ শামির জন্য মোদির বিশেষ বার্তা

- Advertisements -

গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পর মোহাম্মদ শামিকে বুকে টেনে নিয়ে শান্ত্বনা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই পেসারের অসুস্থতায় বিশেষ বার্তা দিলেন তিনি। যা দেখে শামি নিজেও আপ্লুত।

শামি ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন। এই ডানহাতির গোড়ালিতে চোট রয়েছে। সম্প্রতি তার অস্ত্রোপচারও করানো হয়েছে। গতকাল সোমবার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শামি। সেই ছবি দেখে মোদি তার উদ্দেশে লেখেন, ‘আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে। সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবিলা করবেন।’

পরে মোদির এই পোস্টের উত্তর দেন শামিও। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে আমার জন্য কিছু লিখেছেন। এটাই পরম প্রাপ্তি। তিনি আমার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তার এই বার্তা আমার খুবই ভালো লেগেছে। মোদি স্যারকে ধন্যবাদ। আমি দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে সকলকে ধন্যবাদ আমার সুস্থতা কামনা করার জন্য।’

শামি এর আগে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে সময় লাগবে। খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চাই।’

চোটের কারণে আসছে আইপিএলে খেলতে পারবেন না শামি। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাওয়ার সম্ভাবনা কম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vj0f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন