English

27 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

অস্ট্রিয়ায় তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৮

- Advertisements -

অস্ট্রিয়ার মধ্যাঞ্চলে তুষারধসে তিন চেক স্কিয়ারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর ফলে শনিবার দেশটির আল্পস পর্বতমালায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া ভারি তুষারপাতের পর আল্পস পর্বতমালা জুড়ে তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, স্টাইরিয়া প্রদেশের মুর্তাল জেলায় তুষারধসে সাতজন চেক স্কি পর্যটকের একটি দলের তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা চেষ্টা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি এবং তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, একই দিনে সালজবার্গের কাছে পোঙ্গাউ এলাকায় সাতজন অফ-পিস্ট স্কিয়ারের আরেকটি দল তুষারধসের কবলে পড়ে। এতে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়। এ ছাড়াও একই এলাকায় আরেকটি তুষারধসে একজন অফ-পিস্ট স্কিয়ার ভেসে যায়।

পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার প্রধান গেরহার্ড ক্রেমসারক বলেন, আজ অসংখ্য তুষারধসের ঘটনা ঘটেছে। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা আরও কঠিন করে তুলছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার অস্ট্রিয়ান আল্পাইন রিসোর্ট ব্যাড গ্যাস্টেইনে একটি তুষারধসে ১৩ বছর বয়সী চেক স্কিইং অফ-পিস্টে এক কিশোরের মৃত্যু হয়। এ ছাড়াও গত রবিবার পশ্চিম অস্ট্রিয়ার ওয়েয়ারবার্গের টাইরোলিয়ান রিসোর্টে তুষারধসে ৫৮ বছর বয়সী স্কি পর্যটকের মৃত্যু হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tm9z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন