English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

অস্বস্তিতে কংগ্রেস, দল ছাড়লেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী

- Advertisements -

ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে রোববার (১৪ জানুয়ারি)। তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে। হাত শিবির ছাড়লেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। এদিনই তার শিব সেনার শিণ্ডে শিবিরে যোগ দেওয়ার কথা। এর পরই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যর বলেন, আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন।

মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ৫৫ বছরের। সেকথা স্মরণ করিয়ে এদিনে এক্স হ্যান্ডলে নেতা লেখেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ। আমি সব নেতা, সতীর্থ দের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার প্রতি এত বছর ধরে সমর্থন জানিয়েছেন।

বর্ষীয়ান কংগ্রেস নেতা মুরলী দেওরা মুম্বাই দক্ষিণ লোকসভা কেন্দ্রে বারবারই জিততেন। পরে ছেলে মিলিন্দও সেই ধারা বজায় রাখেন। কিন্তু শেষ দুবার শিব সেনা প্রার্থীর কাছে হারতে হয়েছে তাকে। তাই এবার আদৌ তিনি টিকিট পান কি না সেদিকে নজর ছিল বিশ্লেষকদের। অবস্থা বেগতিক বুঝে মিলিন্দ দল ছাড়তে পারেন, সেই গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনাই সত্যি হয়েছে।

এদিকে দলের দীর্ঘদিনের সঙ্গীর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে, মুরলী দেওরার সঙ্গেও অন্য দলের নেতানেত্রীদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু তিনি কখনওই দলের সঙ্গ ছাড়েননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ndob
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন