English

28.6 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

আইনের আওতায় আসলো তিন পর্ন সাইট

- Advertisements -

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (ডিএসএ) এর আওতায় এসেছে বিশ্বের বড় তিন পর্নোাগ্রাফিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান পর্নহাব, স্ট্রিপচ্যাট ও এক্সভিডিওস। তাদের ইইউয়ের নতুন অনলাইন কনটেন্ট নিয়ম মেনে চলতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ডিএসএ অনুযায়ী, এখন কোম্পানিগুলোর রিস্ক ম্যানেজমেন্ট বাড়ানো, অভ্যন্তরীণ ও স্বাধীন অডিটতৈরি করা কর্তৃপক্ষ ও গবেষকদের কাছে সেই তথ্য সরবরাহ করতে হবে। চলতি বছর এপ্রিলে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের পাঁচ কোম্পানি, মেটার দুটি প্ল্যাটফর্ম, মাইক্রোসফটের দুটি বিজনেস, এক্স এবং আলিবাবার আলি এক্সপ্রেসকে এই আইনের আওতাভুক্ত করে ইইউ।

এই প্রতিষ্ঠানগুলো এখন মিথ্যা তথ্য ছড়ানো রোধ, গ্রাহকদের সুরক্ষা আরও বাড়ানো, বিশেষ করে শিশুদের সুরক্ষা বৃদ্ধিতে জোর দেবে। এই আইন ভঙ্গ হলে বিশ্বজুড়ে তাদের লাভের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

ইইউয়ের বাণিজ্য বিষয়ক প্রধান থিয়েরি ব্রেটন বলেন, ‘পর্নহাব, স্ট্রিপচ্যাট ও এক্সভিডিওস ডিএসএ আইন মেনে চলবে। আমাদের শিশুদের জন্য অনলাইনের পরিবেশকে নিরাপদ রাখাই এই আইনের মূল উদ্দেশ্য।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/11fr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন