English

30 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

আগামীকাল মঙ্গলবার নির্বাচন: বাইডেনের প্রচারণায় লেডি গাগা

- Advertisements -

দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়। চোখের পলকেই যেন ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। আগামীকাল মঙ্গলবার নির্বাচন। তার আগে আজ সোমবার বিরতিহীনভাবে ভোটারের কাছে ছুটে যাচ্ছেন দুই প্রার্থী। ট্রাম্প প্রচারণা চালাচ্ছেন নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া, উইসকনসিন এবং মিশিগানে।
অন্যদিকে পেনসিলভ্যানিয়া ও ওহাইওতে প্রচারণায় ব্যস্ত থাকার কথা তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। তার প্রচারণায় যোগ দেয়ার কথা রয়েছে এ প্রজন্মের তুমুল জনপ্রিয় গায়িকা, গ্রামি পুরস্কার বিজয়ী লেডি গাগা’র।
বাইডেনের পিটার্সবুর্গ র‌্যালিতে যোগ দেবেন তিনি। অন্যদিকে তার রানিংমেট কমালা হ্যারিস প্রচারণা চালাচ্ছেন ফিলাডেলফিয়ায়। তার প্রচারণায় যোগ দেয়ার কথা রয়েছে গায়ক জন লিজেন্ডের। তবে কোটি ভক্তের মনে কাঁপন ধরানো এই দুই তারকার এমন সিদ্ধান্তে স্বভাবতই অসন্তুষ্ট ট্রাম্প শিবির। এ নিয়ে বিষোদগার করেছেন ট্রাম্প শিবিরের কমিউনিকেশন্স ডিরেক্টর টিম মুতাফ।
তিনি এক টুইটে বলেছেন, লেডি গাগার মতো অধিকারকর্মীদের প্রচারণায় ব্যবহার করছেন বাইডেন। পেনসিলভ্যানিয়ার খেটে খাওয়া নারী-পুরুষদের কথা বাইডেনের মনেই আসে না। পেনসিলভ্যানিয়াতে তেলজাত কারখানায় যেসব মানুষ কাজ করেন। সেখানে এমন একখানা জম্পেশ আয়োজন হলো তাদের মুখে আঘাতের সমতুল্য। সঙ্গে সঙ্গে তার এমন টুইটের জবাব দিয়েছেন লেডি গাগা। তাতে তিনি তীর্যক বাক্য বর্ষণ করেছেন টিমকে উদ্দেশ্য করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন