ভারতের পেহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া উত্তেজনা এবার সংঘর্ষে রুপ নিয়েছে। গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত।
ভারতের এ হামলার পর দেশটির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। একে তিনি আগুন নিয়ে খেলার সমতুল্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ভারতের এই ধরনের হটকারি পদক্ষেপ প্রমান করে যে তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে। তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দ্বিধা করছে না। অথচ হামলার পর তারা ভাবছে যে এই হামলার ফল ভোগ না করেই তারা পার পেয়ে যাবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার আরও জানান, পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল। মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগে দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করা পরিস্থিতি বাস্তবে রুপ নিতে শুরু করে পাকিস্তানে ভারতের হামলার পর। মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৩২ জন।