আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। সম্প্রতি দেশটিতে চলা হামলার সর্বশেষ শিকার হলেন এই সাংবাদিক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
হামলায় নিহত ওই সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ। আজ বৃহস্পতিবার জালালাবাদে দায়িত্ব পালনের জন্য নিজস্ব গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা।
এ হামলায় তার চালক মোহাম্মদ তাহিরও নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে এখনো কোন সংগঠন কিছু জানায়নি।
আফগানিস্তানে চলা টার্গেট হত্যাকাণ্ডে এবার এই নারী সাংবাদিককে হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। নিহত মালালা মাইওয়ান্দ দেশটির ইনিকাস টিভি নামের একটি টেলিভিশন এবং রেডিওর হয়ে কাজ করতেন। তিনি পেশাদারিত্বের কাজের জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন এবং বন্দুকধারীদের হামলার শিকার হন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r41x
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন