English

31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
- Advertisement -

আফগানিস্তানে তারাবির নামাজ পড়ার সময় ৮ ভাইকে হত্যা!

- Advertisements -
Advertisements

আফগানিস্তানে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার দেশটির পূর্ব নানগর প্রদেশে এ ঘটনা ঘটে। জানা গেছে, আফগানিস্তানে জালালাবাদের ওই এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদেরই চাচাতো ভাই।

আফগান পুলিশ সূত্র জানিয়েছে, তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নানগরহার প্রদেশ পুলিশের মুখপাত্র ফরিদ খান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। মুসলিম বিশ্বের অন্য দেশের মতো আফগানিস্তানেও পবিত্র রমজান পালিত হচ্ছে। সারা দিন রোজা পালন শেষে মুসুল্লিরা তারাবির নামাজ আদায়ে মসজিদে যান।

Advertisements

উল্লেখ্য, আফগানিস্তানে প্রতিশোধমূলক হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে। মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরনো রীতি মেনে পরিবারগুলো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়। এ ধরনের সহিংসতা অনেক সময় কয়েক যুগ ধরেও চলে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এ প্রতিহিংসা সঞ্চারিত হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন