পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পাকিস্তানের দাবি, নিহতরা সবাই আফগানিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সদস্য। তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা গত তিন দিনে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করা ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। এর আগে গত সপ্তাহে একই সীমান্ত এলাকায় একটি আত্মঘাতী হামলায় ১৬ জন সৈন্য নিহত হয়।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সেনাবাহিনী অসাধারণ পেশাদারিত্ব, সতর্কতা ও প্রস্তুতির পরিচয় দিয়েছে এবং একটি বড় বিপর্যয় রোধ করেছে।’
বিবৃতিতে জঙ্গিদের মদদ দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।