English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

আবারও ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

- Advertisements -

আবারও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনাভাইরাস নিয়ে জাতিবিদ্বেষ ছড়ানোর প্রশ্নে নাম না করেই ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বলেন, কিছু বললে তার পরিণাম পেতেই হয়। এটা করোনাভাইরাস। সেটাই শেষ কথা।

উল্লেখ্য, চীনে করোনাভাইরাস সংক্রমণ প্রথম চিহ্নিত হয়েছিল বলে ক্রমাগত সেটিকে চীনা ভাইরাস বলেছিলেন ট্রাম্প। গত বছর এ নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে।

এ বিষয়টি নিয়েই নাম উল্লেখ না করে ট্রাম্পকে আবারও খোঁচা দিলেন বাইডেন।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন এবং মারা গেছে ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি পাঁচ লাখ ২১ হাজার ৭৬৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫৫ হাজার ৩১৪ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন