English

39 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

আমিরাতে সপ্তাহে তিন দিন ছুটি: ‘কর্মীরা বলছেন, বেতনই সব নয়, ভারসাম্য রক্ষায় ছুটিও দরকার’!

- Advertisements -

সংযুক্ত আরব আমিরাতের তিন দিন সাপ্তাহিক ছুটি উপভোগ করছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করা অনেক কর্মী। তারা বলছে, মানুষের কাছে কেবল বেতনই শেষ কথা নয়, কর্ম জীবনে ভারসাম্য রক্ষায় ছুটিও দরকার।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানিগুলোতে তিন দিন সাপ্তাহিক ছুটি দেওয়ার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস। এছাড়াও সঙ্কর পদ্ধতিতে কর্মীরা তিন দিন বাড়িতে বসে বা অফিসে না এসে কাজ করবেন আর একদিন আসবেন অফিসে, সেই পদ্ধতিও চালু করেছে অনেক কোম্পানি।

আয়া নেবায়া, একজন জনসংযোগ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের অবশ্যই চাকরিতে যোগ দেওয়ার আগে নিজেদের ভালো ও কর্মজীবনের ভারসাম্যের বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি বলেন, ‘আমরা যখন চাকুরি খুঁজি, তখন অনেকেই বেতনের কথা ভেবে অফার গ্রহণ করে। তার ভুলে যায় যে, এটা আসলে অতো গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের নিজেদেরকে, পরিবার, এমনকি নিজের দেহকেও সময় দেওয়া উচিত। জীবন কেবল কাজ আর অর্থেই সীমাবদ্ধ নয়। আমরা বাঁচার জন্য চাকরি করি, এছাড়া আর কিছু নয়।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন