আর্জেন্টিনা দক্ষিনাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২ মে) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থার প্রাথমিক মূল্যায়ন অনুসারে, স্থানীয় সময় সকাল ৯.৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
সংস্থাটি আরও জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজ অঞ্চলে।
আনাদোলু এজেন্সির খবর অনুসারে, ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামির সতর্কতাও জারি করা হয়নি।