English

23 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
- Advertisement -

আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, পাঁচ বগি লাইনচ্যুত

- Advertisements -

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রেনের ধাক্কায় আট হাতি মৃত্যু হয়েছে। এ ঘটনায় জখম হয়েছে আরও একটি হাতি।

শুক্রবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে আসামের হোজাই জেলায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার গভীর রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশন ধরে ছুটছিল সাইরাং-নয়াদিল্লি চলাচলকারী রাজধানী এক্সপ্রেস। যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় হাতির একটি পাল রেল লাইনেও ওপর চলে আসে। স্থানীয়দের দাবি, ওই পালে কমবেশি ১১-১২টি হাতি ছিল।

হাতির পালের সঙ্গে ধাক্কা লাগার পরেই রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতোমধ্যেই বিশেষ ট্রেন পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গেছেন রেলের কর্মকর্তারাও।

জানা গেছে, দুর্ঘটনাস্থলটি আসামের গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে। দুর্ঘটনার জেরে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।

রেলের একটি সূত্র মারফত জানা গেছে, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নির্ধারিত ‘এলিফ্যান্ট করিডর’ (হাতির চলাচলের জন্য যে সমস্ত জায়গায় ট্রেনের গতি নিয়ন্ত্রিত করা হয়) নয়। লাইনে হাতির পাল দেখে ইমার্জেন্সি ব্রেক কষেছিলেন চালক। কিন্তু দ্রুত গতির কারণে ট্রেন থামানো যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ge2t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন