ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে একটি বাড়ি থেকে একটি ২২ ইঞ্চি দৈর্ঘ্যের বিশাল ইঁদুর উদ্ধার হয়েছে। এর পর থেকেই স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এনডিটিভি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইস্টন ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড টেইলর ও স্টিফেন মার্টিন ২৮ জুলাই ফেসবুকে এ বিষয়ে পোস্ট করে জানান, ‘নাক থেকে লেজ পর্যন্ত ২২ ইঞ্চির বেশি লম্বা ইঁদুরটি একজন কীটনাশক কর্মী খুঁজে পান।
এ পরিস্থিতিকে একটি ক্রমবর্ধমান সমস্যা বলে উল্লেখ করে তারা বলেন, ‘এটির আকার প্রায় একটি ছোট বিড়ালের সমান। এটিই একমাত্র এমন ঘটনা নয়।’ পোস্টটিতে একটি ছবি যুক্ত ছিল, যেখানে বিশাল ইঁদুরটিকে একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগে আটকে থাকতে দেখা যায়।
তারা আরো জানান, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
পুরো এলাকাজুড়ে ইঁদুরের সংখ্যা বেড়েছে—গলিপথে, ময়লার বিনের আশপাশে, ঝোপজঙ্গলে, রাস্তা পার হওয়ার সময় ও এখন বাড়ির ভেতরেও দেখা যাচ্ছে।’ রেডকার ও ক্লেভিল্যান্ড কাউন্সিল বাড়ির ইঁদুর সংক্রমণ নিয়ন্ত্রণ করে না এমন সমালোচনা করে তারা বলেন, বাসিন্দাদের ব্যক্তিগতভাবে কীটনাশক কর্মী নিয়োগ করতে হয়, অথচ অনেক জায়গায় ঝোপজঙ্গল অপরিষ্কার, ময়লার ডিব্বা উপচে পড়ছে এবং কাউন্সিল মালিকানাধীন জমিগুলো অব্যবস্থাপনার মধ্যে রয়েছে—যা ইঁদুর আকর্ষণের কারণ হচ্ছে।