English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

ইংল্যান্ডে উদ্ধার প্রায় ২ ফুট লম্বা ইঁদুর, উদ্বেগে বাসিন্দারা

- Advertisements -

ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে একটি বাড়ি থেকে একটি ২২ ইঞ্চি দৈর্ঘ্যের বিশাল ইঁদুর উদ্ধার হয়েছে। এর পর থেকেই স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এনডিটিভি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইস্টন ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড টেইলর ও স্টিফেন মার্টিন ২৮ জুলাই ফেসবুকে এ বিষয়ে পোস্ট করে জানান, ‘নাক থেকে লেজ পর্যন্ত ২২ ইঞ্চির বেশি লম্বা ইঁদুরটি একজন কীটনাশক কর্মী খুঁজে পান।

এ পরিস্থিতিকে একটি ক্রমবর্ধমান সমস্যা বলে উল্লেখ করে তারা বলেন, ‘এটির  আকার প্রায় একটি ছোট বিড়ালের সমান। এটিই একমাত্র এমন ঘটনা নয়।’ পোস্টটিতে একটি ছবি যুক্ত ছিল, যেখানে বিশাল ইঁদুরটিকে একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগে আটকে থাকতে দেখা যায়।

তারা আরো জানান, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

পুরো এলাকাজুড়ে ইঁদুরের সংখ্যা বেড়েছে—গলিপথে, ময়লার বিনের আশপাশে, ঝোপজঙ্গলে, রাস্তা পার হওয়ার সময় ও এখন বাড়ির ভেতরেও দেখা যাচ্ছে।’  রেডকার ও ক্লেভিল্যান্ড কাউন্সিল বাড়ির ইঁদুর সংক্রমণ নিয়ন্ত্রণ করে না এমন সমালোচনা করে তারা বলেন, বাসিন্দাদের ব্যক্তিগতভাবে কীটনাশক কর্মী নিয়োগ করতে হয়, অথচ অনেক জায়গায় ঝোপজঙ্গল অপরিষ্কার, ময়লার ডিব্বা উপচে পড়ছে এবং কাউন্সিল মালিকানাধীন জমিগুলো অব্যবস্থাপনার মধ্যে রয়েছে—যা ইঁদুর আকর্ষণের কারণ হচ্ছে।

তারা কাউন্সিল প্রশাসনকে এ সমস্যা গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য এবং ইতিমধ্যে যেসব কর্মী কাজ করছেন, তাদের সহায়তা করার জন্য আহ্বান জানান। এ ছাড়া তারা কাউন্সিলকে পৌরসভাজুড়ে ইঁদুর জরিপ ও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ও সংক্রমণ মোকাবেলায় যথাযথ অর্থায়নের জন্য এবং ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িওয়ালা ও আবাসন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভাড়ার চুক্তিতে ইঁদুর নিয়ন্ত্রণ অন্তর্ভুক্তির বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।
একটি স্থানীয় কমিউনিটিতে ইঁদুরের গর্তের ছবিসহ ৩ আগস্ট ফেসবুকের আরেকটি পোস্টে কাউন্সিলররা জানান, ‘ইঁদুরগুলো আবার ফিরে এসেছে—আরো বেশি সংখ্যায়।’ ওয়াইল্ড লাইফ ট্রাস্টের মতে, বাদামি ইঁদুর অত্যন্ত অভিযোজনক্ষম এবং যুক্তরাজ্যজুড়ে, বিশেষ করে শহুরে পরিবেশে ব্যাপকভাবে বিস্তৃত। তারা মাটি খুঁড়ে গর্ত বানায় ও দ্রুত বংশবিস্তার করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/or1a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন